ফেসবুক ভিডিওতে আয় বন্ধ হচ্ছে, সব ভিডিওই হবে ‘রিলস’

ফিচার ডেস্ক:
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন আর কেবল যোগাযোগ বা বিনোদনের জায়গা নয়—অনেকে এখান থেকে কনটেন্ট তৈরি করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। বিশেষ করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি ছিল একটি বড় উৎস। তবে ফেসবুকের নতুন নিয়মে বড় পরিবর্তন আসছে, যা সরাসরি প্রভাব ফেলবে ভিডিও কনটেন্ট নির্মাতাদের ওপর।
সম্প্রতি মেটা ঘোষণা করেছে—ফেসবুকের ভিডিও আপলোড ও দেখার পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন। এখন থেকে ফেসবুকে যেকোনো ভিডিও—ছোট হোক বা দীর্ঘ—স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে পোস্ট হবে। অর্থাৎ, ‘ভিডিও’ এবং ‘রিল’ আলাদা কিছু থাকবে না। সব ভিডিও-ই হবে রিলস। ফলে আয়ও হবে শুধুমাত্র রিলস থেকেই।
আগে ভিডিও ও রিলসের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন সবকিছুই একসঙ্গে একটি সরল ও統ত ইন্টারফেসে পাওয়া যাবে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করতে পারেন।
নতুন আপডেটের মাধ্যমে একাধিক ক্রিয়েটিভ টুল যুক্ত হচ্ছে, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর ভিডিওর দৈর্ঘ্যেও থাকছে না কোনো সীমা—চাইলেই রিলসে আপলোড করা যাবে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ বা ১০ মিনিটের দীর্ঘ টিউটোরিয়াল।
আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন সেই সীমাবদ্ধতা উঠে যাচ্ছে। তবে আয় করার সুযোগ থাকবে শুধু রিলস থেকেই—স্বতন্ত্র ভিডিও পোস্ট করে আর ফেসবুকে ইনকাম করা যাবে না।