সাংবাদিক আরিফ বিল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিনিধি:
দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ মে-২০২৫) বিকেলে কচুয়া উপজেলার কোয়া চাঁদপুর নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুহাম্মদ আরিফ বিল্লাহ’র বাম পায়ের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত সাংবাদিক আরিফ বিল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণপুর থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে কচুয়ায় যাচ্ছিলাম। পথিমধ্যে কচুয়া উপজেলার কোয়া চাঁদপুর নামক এলাকায় পৌছাঁলে রাস্তায় বিছানো গো-খাদ্যে (খড়) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যাই। এতে বাম পায়ে মারাত্মক আঘাত পাই। পরে আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কচুয়া মক্কা হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আছেন। দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন।