মোহিনীর জন্য ২৯ বছরের দাম্পত্য ভেঙেছে রহমানের? মুখ খুললেন সুরকারের সহযোগী বেসিস্ট

বিনোদন ডেস্ক:
বছর ঊনত্রিশের মোহিনী দে যেন রাতারাতি শিরোনামে। নেপথ্য কারণ বিবাহবিচ্ছেদ। তা-ও আবার এআর রহমানের সঙ্গে একই দিনে তাঁরও বিবাহবিচ্ছেদের ঘোষণা। এ পর্যন্ত এক রকম ছিল, কিন্তু মোহিনী যে রহমানের দলের বেসিস্ট, সুরকারের সহযোগী হিসাবে ৪০টির বেশি শো করেছেন তিনি। রহমানের বিবাহবিচ্ছেদ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সুরকার স্বামীর সঙ্গে দাম্পত্যে ইতি টানেন তিনিও। তাতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজমাধ্যমে নীতিপুলিশদের নানা মন্তব্য, কটাক্ষ, সমালোচনা চলতে থাকে অনবরত। অবশেষে সত্যিটা নিজেই জানালেন মোহিনী। খবর: আনন্দবাজার।
মোহিনী বাঙালি হলেও তাঁর জন্ম এবং বেড়ে ওঠা মুম্বইয়ে। নিজগুণে অল্প বয়সেই নামডাক করেছেন তিনি। মাত্র ন’বছর বয়সে প্রথম বেস গিটার হাতে তুলেছিলেন মোহিনী। ১১ বছর বয়সে পারফর্ম করাও শুরু করেন। জ্যাজ় সঙ্গীতের অন্যতম তারকা লুই ব্যাঙ্কস এক সময় মোহিনীর পরামর্শদাতা ছিলেন। ব্যাঙ্কসের থেকে শিল্প সংক্রান্ত নানা পরামর্শ পেয়েছেন মোহিনী। শুধু রহমানের সহযোগী হিসাবেই নয়, বাংলাদেশের ‘উইন্ড অফ চেঞ্জ’ এবং ‘কোক স্টুডিয়ো ইন্ডিয়া’র অংশ হিসাবেও গিটার বাজাতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৩ সালের অগস্টে মুক্তি পেয়েছিল মোহিনীর নিজস্ব অ্যালবাম। ইনস্টাগ্রামেও প্রায় ৫ লাখের উপর অনুসরণকারী রয়েছে তাঁর।
যদিও তিনি সংবাদের শিরোনামে আসেন গত ৭২ ঘণ্টায়। অবশেষে নিজের ইনস্টাগ্রামে মোহিনী লেখেন, ‘‘গত কয়েক ঘণ্টা ধরে প্রচুর ফোন পাচ্ছি। সাক্ষাৎকারের জন্য অনুরোধ জানাচ্ছেন তাঁরা। আমি জানি তাঁরা কী জানতে চান। অত্যন্ত সম্মানের সঙ্গে সকলকে মানা করছি। কারণ গুজবে পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই। এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না। আশা করব, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবেন।’’