মে ২৩, ২০২৫

ওটিটি প্লাটফর্মে কাল মুক্তি পাচ্ছে সুমন মাহমুদের সিনেমা কাগজের বউ

0
Untitled-2

নিজস্ব প্রতিনিধি:

কাল (১৫ জানুয়ারি) বুধবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দেশের খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত মোহাম্মদ নাসির উদ্দিন সুমন মাহমুদ অভিনীত প্রথমার্ধে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক আলোচিত সিনেমা কাগজের বউ।

এই সিনেমাতে অভিনয় করেছেন ডি এ তায়েব, পরীমনি, ইমন, আবুল হায়াত, দিলারা জামান, আনহা তামান্না ও সুমন মাহমুদ। মোহাম্মদ নাসির উদ্দিন সুমন মাহমুদ যিনি মিডিয়া অঙ্গনে সুমন মাহমুদ নামেই সকলের কাছে পরিচিত। কাগজের বউ চলচ্চিত্রটিতে মুখ্য খল চরিত্রটি চিত্রায়ন করেছেন নাসির উদ্দিন সুমন মাহমুদ ।
বলিষ্ঠ তারকা অভিনয় শিল্পীদের পাশাপাশি সুমন মাহমুদের অভিনয় শৈলী ছিল চোখে পড়ার মত যা চলচ্চিত্রটি পরীক্ষা দিয়ে প্রদর্শনের পর দর্শক সমাদৃত হয়েছে।পারিবারিক গল্পের উপর নির্মিত এই চলচ্চিত্রটি গেল বছর প্রেক্ষাগৃহে বিনোদনপ্রেমী মানুষের বিনোদন তৃষ্ণ মিটিয়ে। ১৫ই জানুয়ারি থেকে দেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ – তে প্রদর্শিত হতে যাচ্ছে।

এ বিষয়ে অভিনেতা সুমন মাহমুদ বলেন, সেই শিশুশিল্পী থেকে শুরু করে দুই যুগেরও বেশি সময় ধরে অল্প অল্প করে টিভি মিডিয়া এবং চলচ্চিত্রে কাজ করে আসছি, গল্পের প্রয়োজনে যখন যে চরিত্রটি সামনে এসেছে সেটিকে নিজের মধ্যে ধারণ করে চিত্রায়ন করার চেষ্টা করেছি। এর মাঝে কাগজের বউ আমার জন্য অন্যতম একটি মাইলফলক। চরিত্রটি খল চরিত্র হলেও এটিকে চিত্রায়ন করা অনেক চ্যালেঞ্জিং এর বিষয় ছিল। এই চলচ্চিত্রটি চলচ্চিত্র অভিনেতা হিসেবে আমাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচিতি দিয়েছে। মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ বরেণ্য সুপারস্টার চিত্রনায়ক দিয়ে তায়েব, প্রযোজনা প্রতিষ্ঠান, চলচ্চিত্রটির পরিচালক চয়নিকা চৌধুরী এবং চলচ্চিত্র তার সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের যাদের অক্লান্ত পরিশ্রম আমাকে এবং কাগজের বউ চলচ্চিত্রটিকে ব্যবসা সফল ও দর্শক নন্দিত করেছে।

উল্লেখ্য: চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ নাসির উদ্দিন সুমন যিনি দর্শক এবং কলাকুশলীদের মাঝে সুমন মাহমুদ নামে পরিচিত। পেশাগত জীবনে একজন প্রকৌশলী এবং তিনি সংগীত চর্চা ও চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং দর্শকদের ভালবাসা নিয়ে প্রতিনিয়ত সংস্কৃতি বিকাশে অবদান রেখে যাচ্ছেন। সুমন মাহমুদ ২’ যুগ ধরে মিডিয়ার সাথে সম্পৃক্ত। গান গাওয়ার আমন্ত্রণে তিনি একাধিকবার বিদেশে ভ্রমণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *