আস্ত দ্বীপের মালিক এখন এই অভিনেত্রী!
জ্যাকুলিন ফার্নান্দেজ/ছবি: ইন্টারনেট।
বিনোদন ডেস্ক:
বলিউডের তারকাদের বিলাসবহুল জীবনযাপন নতুন কিছু নয়। দামি গাড়ি, বিদেশি ভিলা কিংবা প্রাইভেট জেট—সবকিছুতেই যেন প্রতিযোগিতা চলে তাদের মাঝে। তবে এ দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন এক নায়িকা। কিনে নিয়েছেন একেবারে আস্ত একটি দ্বীপ!
না, তিনি দীপিকা নন, প্রিয়াঙ্কাও নন, এমনকি আলিয়াও নন। তিনি শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।
২০১২ সালে নিজের দেশ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে প্রায় ৪ একর জায়গাজুড়ে একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন তিনি। দ্বীপটির দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা আজকের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখেরও বেশি।
শোনা যায়, সেখানে বিলাসবহুল এক ভিলা নির্মাণের পরিকল্পনা ছিল তার। তবে সেটা নিজের ব্যবহারেই কিনা, নাকি পর্যটকদের জন্য একটি রিসোর্ট বানাবেন—সে প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ঢাকা। দ্বীপে গোপনে কোনো সেলিব্রেটি পার্টি হয়েছে কিনা, কিংবা টাইগার শ্রফ বা সালমান খান সেখানে ঘুরে গেছেন কিনা, সেসবও রহস্যই রয়ে গেছে।
২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জ্যাকুলিনের। এরপর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ ও ‘রেস ২’-এর মতো সিনেমায় জনপ্রিয়তা পান তিনি। সবশেষে অভিনয় করেছেন ‘হাউসফুল ৫’-এ, যা বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে।
তবে তার জীবনের সব গল্প রঙিন নয়। ২০০ কোটি রুপির একটি প্রতারণা মামলায় নাম জড়ায় জ্যাকুলিনের। এ নিয়ে একাধিকবার তদন্ত সংস্থার জেরাও মুখোমুখি হতে হয়েছে তাকে।
বলিউডের গ্ল্যামার আর গসিপের ভিড়ে তাই জ্যাকুলিনের এই দ্বীপ-কাহিনি একেবারে আলাদা আলো ছড়ায়।