মে ২১, ২০২৫

বিএসইসির হাল ধরার প্রস্তাব ফিরিয়ে দিলেন মাসরুর রিয়াজ

0
Masrur_20240817_183640668

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন পদে পরিবর্তন আসছে। এই ধারাবাহিকতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে অর্থনীতিবিদ মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাসরুর রিয়াজ।

নিজের সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে মাসরুর রিয়াজ বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য আমি আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ। দেশের স্বার্থ আমার কাছে বরাবরই সবকিছুর ওপরে।’ মাসরুর রিয়াজ বলেন, ‘তবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে, আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল, এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আমাকে সাদরে গ্রহণ করার জন্য বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট সকল অংশীজন এবং মিডিয়ার সহকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ গত ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ ছাড়েন আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ১৩ আগস্ট মাসরুর রিয়াজকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বিশ্বব্যাংক ও আইএফসিতে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক প্রয়াত রিয়াজ উদ্দিনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *