রাজধানীতে টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বর্তমানে চলমান রয়েছে এবং এটি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে শুক্রবার (১ আগস্ট) থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এ সময় আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা থাকতে পারে। গতকাল বুধবার ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে এলে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, আজ বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।