জানুয়ারি ১২, ২০২৬

নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন দীপিকা

0
Untitled-3

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন গড়েছেন এক নজিরবিহীন ইতিহাস। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’-এ নাম উঠেছে তাঁর, যা তাঁকে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই সম্মান এনে দিয়েছে মোশন পিকচার বিভাগে।

বুধবার (২ জুলাই) হলিউড চেম্বার অব কমার্স ২০২৬ সালের ‘ওয়াক অব ফেম ক্লাস’-এর তালিকা প্রকাশ করে। এতে দীপিকার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ভারতীয় বিনোদন দুনিয়ায় বইছে আনন্দের জোয়ার। তাঁর সঙ্গে তালিকায় রয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আরও কয়েকজন তারকা—হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কটিয়ার, কানাডিয়ান অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং খ্যাতনামা সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।

হলিউড ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনয়ন থেকে মোট ৩৫ জনকে বাছাই করে, যেটি ২৫ জুন চূড়ান্ত অনুমোদন দেয় চেম্বারের বোর্ড অব ডিরেক্টরস।

দীর্ঘদিন ধরেই দীপিকা পাড়ুকোনকে ফ্যাশন ও অভিনয়ে ট্রেন্ড-সেটার হিসেবে ধরা হয়। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় তাঁর। সিনেমাটিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। এটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।

এর আগে ২০১৮ সালে ‘টাইম’ ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও জায়গা পেয়েছিলেন দীপিকা। এবার ‘হলিউড ওয়াক অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়ে তাঁর ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অনন্য সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *