ডিসেম্বর ১৪, ২০২৫

পাকিস্তানকে অনায়াসেই হারাল নিউজিল্যান্ড

0
Untitled-15

খেলাধুলা ডেস্ক:

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলা শুরুর কিছুক্ষণ পর বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামে এবং খেলা পূনরায় শুরু করার সময় দুই দল থেকেই কেটে ফেলা হয় ৫ ওভার করে। অর্থ্যাৎ, ২০ ওভারের ম্যাচ হবে ১৫ ওভারের।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে পাকিস্তানকে অনায়াসেই হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের জয় ৫ উইকেটে। হাতে বাকি ছিল তখনও ১১টি বল।

তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে উন্নতি ঘটেছে পাকিস্তানের। ক্রাইস্টচার্চে ৯১ রানে অলআউট হয়েছিলো সালমান আলি আগার দল। হেরেছিলো ৯ উইকেটে। এবার ডানেডিনে পাকিস্তান কিন্তু অলআউট হয়নি। ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিলো।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট। ১৩.১ ওভারে ৫ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।

টস জিতেছিলো নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। তবে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। ওপেনার হাসান নওয়াজ আগের ম্যাচের মত কোনো রান না করেই আউট হন। অভিষেকে টানা দুই ম্যাচেই ডাক মারলেন তিনি।

মোহাম্মদ হারিস আউট হন ১১ রান করে। অধিনায়ক সালমান আলি আগা সর্বোচ্চ ৪৬ রান করেন। চার নম্বরে নামা ইরফান খান করেন ১১ রান। খুশদিল শাহ ২ রানে আউট হন। ২৬ রান করে আউট হন শাদাব খান। আবদুল সামাদ করেন ১১ রান। জাহানদাদ খান কোনো রান না করেই আউট হন। ২২ রানে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম এবং ইশ সোধি নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন গড়েন ৬৬ রানের জুটি। ১৬ বলে ৩৮ রানের ঝড় তুলে আউট হন ফিন অ্যালেন। ২২বলে ৪৫ রান করেন টিম সেইফার্ট।

মার্ক চাপম্যান (১) ও জিমি নিশাম (৫) খুব বেশি কিছু করতে পারেননি। ড্যারিল মিচেল আউট হন ১৪ রান করে। শেষ দিকে মিচেল হেই ২১ রান করে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। হারিস রউফ ২টি এবং মোহাম্মদ আলি, খুশদিল শাহ ও জাহানদাদ খান নেন ১টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *