মে ২২, ২০২৫

মতলবের চরচাঁদপুরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে প্রস্তুতি সভা

0
Untitled-7

নিজস্ব প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন ২০২৫ইং উপলক্ষে মতলবের চরচাঁদপুর ব্রহ্মানন্দ যোগাশ্রমের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ইং) আশ্রম প্রাঙ্গনে শংকর রাও নাগ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তাপস সরকারের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে গীতা পাঠ করেন ভজনকৃষ্ণ মাস্টার। পরে সাধারণ সম্পাদক সমরেশ মজুমদারের রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়। সভায় শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন ২০২৫ইং উপলক্ষে বিভিন্ন বিষয়ে  আলোচনা ও দিন নির্দেশনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বিজয় মাস্টার, প্রফেসার- শ্রীরাম সরকার, প্রচার সম্পাদক দিলিপ বিশ্বাস, উৎসব উৎযাপন কমিটির সম্পাদক রাধেশ্যাম সরকার, অনিক মাষ্টার, উপদেষ্টা তপন বিশ্বাস, ভজনকৃষ্ণ মাস্টার, প্রমোদ মাষ্টার, শিশির সরকার।

আরো উপস্থিত ছিলেন শংকর মাষ্টার, ব্রজলাল সূত্রধর, ভক্তপ্রবর, গোপাল অধিকারী, সজল ভোজ, বিশ্বজিৎ হালদার, সঞ্জয় সরকার, রামকৃষ্ণ সরকার, কৃষ্ণা হালদার, মিঠুন হালদার, জয় গোলদার ও অত্র আশ্রমের সেবায়িত রাজন সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *