মে ২১, ২০২৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯

0
israel_20240817_163000977

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নবতিয়েহ শহরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন।

এ হামলায় লেবাননের আরো ৫ বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। খবর আরব নিউজের।
লেবাননের একটি আবাসিক ভবনে শনিবার (১৭ আগস্ট) ইসরায়েলি হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
তবে, ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র মজুদ করে রাখা একটি গুদামে বিমান হামলা চালিয়েছে তারা।
গত মাসে অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু-কিশোরের মৃত্যুর পর লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি পায়।

হিজবুল্লাহর অবশ্য ওই রকেট হামলার দায় ইসরায়েলের ওপরই চাপিয়েছে। কারণ, ফুটবল মাঠে নিহত সবাই আরব মুসলিম। তারা ইসরায়েলের নাগরিক হলেও সংখ্যালঘু মুসলিম পরিবাবের সন্তান। এর পর ৩১ জুলাই তেহরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। ইরান এ হত্যাণ্ডের জন্যও ইসরায়েলকে দায়ী করেছে। যদিও, হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা ইসরায়েল স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। এর পর থেকেই ইসরায়েলে বড় ধরণের হামলার হুমকি দিয়ে আসছে ইরান ও লেবানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *