মে ২২, ২০২৫

মতলব দক্ষিনে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

0
Untitled-4

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাকি বেগমকে ছুরিকাঘাত করে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

১৩ জানুয়ারি সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আহত মোস্তফা মিয়াকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশাচালক। তিনি ২০০৯ সালে লাকি বেগমকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে সন্তান রয়েছে।

আহত মোস্তফা জানান, তাঁর স্ত্রী মোবাইল ফোনে অনৈতিক কারবারে জড়িয়ে পড়েন। এ নিয়ে বাগবিতণ্ডার সময় তিনি ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রীই তাঁকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন। তবে পুলিশের ভাষ্য, মোস্তফা নিজেই স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এ নিয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *