মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের ছোট-বড় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
রবিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আফিজ উদ্দিন মিয়াজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।
সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রবিবার মধ্যরাত ১টার দিকে হঠাৎ আফিজ উদ্দিন মিয়াজীর ঘরে আগুন লেগে মূহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালেও-ততক্ষণে গৃহে থাকা নগদ ১ লক্ষ টাকা, ফ্রিজ, মূল্যবান মালামাল সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত আফিজ উদ্দিন মিয়াজীর ছেলে সেলিম মিয়াজী জানান, আমরা ৪ ভাই জীবিকার তাগিদে শহরে বসবাস করছি। ঈদের ছুটিতে আমরা বাড়িতে আসছি। রবিবার রাতে আকস্মিক ভাবে আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা আবারও ঘুড়ে দাড়াতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
স্থানীয় এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত আফিজ উদ্দিন মিয়াজী আমাদের এলাকার নীরিহ পরিবারের লোক। অগ্নিকান্ডে তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে ঘুড়ে দাড়াতে উপজেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
স্থানীয় ইউপি সদস্য শাহআলম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারিভাবে সহায়তা পায় সে জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।