মে ২২, ২০২৫

ঘিলাতলী কামিল মাদ্রাসার ২০২৩ সালের ফাজিল পরীক্ষায় শতভাগ পাশ

0
Untitled-7

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে ২০২৫) প্রকাশিত হয়েছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে এ ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে বরবারের মতো সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি শতভাগ সাফল্য অর্জন করেছে। ঘিলাতলী কামিল মাদরাসার অফিস সূত্রে জানা যায় চলতি বছরের শুরু দিকে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পরীক্ষায় ঘিলাতলী কামিল মাদরাসা থেকে মোট ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলেই সাফল্যের সাথে পাশ করেছে। এর মধ্যে ২৭ জন A গ্রেড এবং ৩০ জন A- পেয়েছে।
প্রকাশিত ফলাফলে শুকরিয়া আদায় করে মাদরাসার অধ্যক্ষ এম এ বাশার বলেন, ঘিলাতলী কামিল মাদরাসা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করে চলেছে। এ সাফল্য মহান রবের পক্ষ থেকে নিয়ামত। এ জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, কমিটি এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *