ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা নিশ্চিত করে, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে অংশ নেয় ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ ও স্থানীয় জরুরি সেবাদাতা সংস্থাগুলো।
সিএনএনের সহযোগী চ্যানেল কেএফএসএনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি কৃষিজমিতে আগুন লেগেছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিস জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে সহযোগিতা করেন।
বিধ্বস্ত বিমানটি ছিল স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অংশ, যা ‘রাফ রেইডারস’ নামে পরিচিত। স্কোয়াড্রনটি মূলত নতুন পাইলট ও ক্রুদের প্রশিক্ষণের কাজ করে থাকে। বিমানটি ছিল এফ-৩৫ লাইটেনিং-২ সিরিজের ‘সি’ ভ্যারিয়েন্ট—যা বিশেষভাবে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি। এর প্রতি ইউনিটের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
এ ঘটনায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণের সময় একটি এফ-৩৫এ বিমান দুর্ঘটনায় পড়ে, তবে সেখানেও পাইলট প্রাণে বেঁচে যান।