শীত মানেই বিয়ের মৌসুম!

ছবি: রয়েলনিউজ।
লাইফস্টাইল ডেস্ক:
শীত মানেই বিয়ের মৌসুম। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতেই অধিকাংশ মানুষ বিয়ের পরিকল্পনা করেন। শীতে বিয়ে করলে বাড়তি কী কী সুবিধা পাওয়া যায়?
বেশিরভাগ স্কুলে নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। ফলে ডিসেম্বরে বেশিরভাগ স্কুল বন্ধ থাকে। বছরের অন্যান্য সময় সবাইকে একত্রে পাওয়া অতটা সহজ নয়। তাই বিয়ের জন্য বেশিরভাগ মানুষ শীতকালই বেছে নেন।
বিয়েতে বর-বউ দুজনকেই সাজতে হয়। তাই কনের সাজ হোক বা বরের, শীতকালে বিয়ে হলে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার এতটুকু ভয় নেই।
প্যান্ডেলসহ কত কাজই না করতে হয় বিয়েতে! গরমের দিনে একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠতে হয় কিন্তু শীতকালে বিয়ে হলে সেই ভয় কমে যায়।
বিয়ের অনুষ্ঠানে পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ, বেগুনি এগুলো বেশি থাকে। শীতকালে এগুলি একটু বেশি খেলেও সমস্যা হয় না কিন্তু গরমের সময় খেতে হয় রয়ে-সয়ে।
শীতকাল নবদম্পতির জন্য একসাথে ছুটি কাটানোর অর্থাৎ হানিমুনের জন্য সবথেকে ভালো সময়।