ডিসেম্বর ১৪, ২০২৫

যে কারণে সাময়িক বিরতিতে যাচ্ছেন প্রভাস

0
Untitled-2

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সুপারস্টার প্রভাস এখন চরম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। একের পর এক সিনেমার শুটিং, প্রচারণা ও প্রস্তুতি—সব মিলিয়ে বিশ্রামের কোনো সুযোগই পাচ্ছেন না তিনি। বর্তমানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’–এর শুটিং নিয়েই বেশিরভাগ সময় কাটছে তার। টানা চাপের মধ্যে নিজেকে পুনরুজ্জীবিত করতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা—শিগগিরই যাচ্ছেন লম্বা বিরতিতে।

জানা গেছে, ২৩ নভেম্বর থেকে ‘স্পিরিট’-এর শুটিং শুরু করেছেন প্রভাস। প্রথম ধাপের কাজ শেষ হলেই কিছুদিন সম্পূর্ণভাবে কাজ থেকে দূরে থাকতে চান তিনি। বলিউডে অক্ষয় কুমার বা অজয় দেবগনের মতো প্রিয়জনদের সময় দিতে নিয়মিত বিরতি নেওয়ার যে ট্রেন্ড আছে, এবার সেই পথেই হাঁটছেন প্রভাস। শোনা যাচ্ছে, এই বিরতিতে নাকি ভ্রমণের পরিকল্পনাও করে ফেলেছেন তিনি।

এরই মধ্যে প্রভাসের ৪৬তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘স্পিরিট’-এর প্রথম লুক। সেই ঝলক প্রকাশের পর দর্শকদের মধ্যে নতুন এক কৌতূহল—ছবিটিতে কি থাকবে নগ্ন দৃশ্য? কারণ পরিচালকের আগের ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরকে এমন দৃশ্যে দেখা গিয়েছিল।

ফলে অনেকেই ধারণা করছেন, প্রভাসকেও কি তেমন কোনো দৃশ্যে দেখা যাবে, নাকি ব্যবহার করা হবে বডি ডাবল? তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে ‘স্পিরিট’কে ঘিরে দর্শকদের প্রত্যাশা ও আগ্রহ প্রতিদিনই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *