নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম সাফল্য

খেলাধুলা ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়ে ১০ উইকেটে হারের পর একেবারে বদলে গেল দক্ষিণ আফ্রিকার নারী দল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তারা নিউজিল্যান্ডকে হারাল ৬ উইকেটে। প্রোটিয়াদের এটি প্রথম জয়, আর কিউই নারীদের টানা দ্বিতীয় হার।
ম্যাচে ব্যাটে-বলে সমান আধিপত্য দেখান ননকুলুলেকো এমলাবা ও তাজমিন ব্রিটস। এমলাবা বল হাতে নেন ৪ উইকেট, আর ব্রিটস খেলেন অসাধারণ এক সেঞ্চুরি ইনিংস।
ইন্দোরে টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২৩১ রান। অধিনায়ক সোফি ডিভাইন খেলেন ৮৫ রানের ঝলমলে ইনিংস, সঙ্গে ব্রুক হ্যালিডে যোগ করেন ৩৭ বলে ৪৫ রান। তবে এমলাবার ঘূর্ণিতে দ্রুত ধসে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ। তিনি ৪০ রানে ৪ উইকেট নেন, আর আয়াবোঙ্গা খাকা শেষদিকে তুলে নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট।
জবাবে দক্ষিণ আফ্রিকা আত্মবিশ্বাসের সঙ্গে রান তাড়া করে। ওপেনার তাজমিন ব্রিটস ৯৬ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। তার সঙ্গে সুনে লুয়েস গড়েন ১৪৪ রানের দারুণ জুটি। লুয়েস অপরাজিত থাকেন ৮১ রানে এবং দলকে ৪০.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।
২০২৫ সালে এটি ব্রিটসের পঞ্চম সেঞ্চুরি, যা নারী ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ।
আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে স্বাগতিক ও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের, ভিশাখাপত্নমে। অন্যদিকে নিউজিল্যান্ড একই দিনে খেলবে বাংলাদেশের বিপক্ষে, গুয়াহাটিতে।