ডিসেম্বর ১৪, ২০২৫

নতুন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়া

0
Untitled-2

খেলাধুলা ডেস্ক:

অস্ট্রেলিয়ায় দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর থেকে আর কখনো অজিদের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে নামার সুযোগ পায়নি টাইগাররা। প্রায় ২৩ বছরের সেই অপেক্ষা কাটিয়ে ২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তবে এবার ম্যাচগুলো হতে পারে একদম নতুন এক ভেন্যুতে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিক ভেন্যু ঘোষণা না করলেও অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা গেছে—কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। নতুন এই মাঠটিই হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু, যেখানে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের পরিকল্পনা চলছে।

প্রায় ২০ মিলিয়ন ডলার ব্যয়ে স্টেডিয়ামটিতে নির্মিত হচ্ছে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্র্যান্ডস্ট্যান্ড, আধুনিক সম্প্রচার সুবিধা ও অত্যাধুনিক ট্রেনিং কমপ্লেক্স। ইতোমধ্যেই এখানে পুরুষ দলের দুটি ওয়ানডে এবং নারী দলের বেশ কয়েকটি ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে।

আগস্টে সিরিজ হওয়ায় তা অস্ট্রেলিয়ার মূল ক্রিকেট মৌসুমের বাইরে পড়ছে। ফলে সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের মতো বড় ভেন্যুগুলো সে সময় ব্যস্ততা ও প্রস্তুতির কারণে ব্যবহার করা কঠিন। তাই সারাবছরই ক্রিকেট উপযোগী উত্তরাঞ্চলের উষ্ণ আবহাওয়ার মাঠগুলোকে বিকল্প হিসেবে ভাবছে সিএ।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পাশাপাশি কেয়ার্নস, ডারউইন ও টাউনসভিলও আলোচনায় আছে। ডারউইনের ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি আশা প্রকাশ করেছেন—অন্তত একটি ম্যাচ তাদের ভেন্যুতে পাওয়া যেতে পারে। কেয়ার্নস ও ডারউইন—এই দুই জায়গাতেই আগে টেস্ট খেলেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই দশক। এবার সেই দীর্ঘ বিরতির অবসান ঘটছে নতুন পরিবেশ, নতুন ভেন্যু আর নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে। অজিদের মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন তাই হতে পারে এক ভিন্নধর্মী যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *