ডিসেম্বর ১৪, ২০২৫
Untitled-1

খেলাধুলা ডেস্ক:

টানা তিন ম্যাচ হারে টালমাটাল ছিল লিভারপুলের সময়টা। সমর্থকদের হতাশা যেন বাড়তেই ছিল। তবে অবশেষে সেই দুঃসময়কে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে ফিরল জয়ের ধারায়। মোহাম্মদ সালাহকে ছাড়াই ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল।

এই ম্যাচেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেলেন আলেকসান্দার ইসাক। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কোডি গাকপোর কাছ থেকে পাওয়া কাটব্যাকে দারুণ শটে দলকে এগিয়ে দেন তিনি। অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন গাকপো।

এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। অন্যদিকে ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে রয়েছে ১৭ নম্বরে।

খারাপ ফর্মের কারণে সাম্প্রতিক সময়ে দলে ছিলেন না মোহাম্মদ সালাহ; এই ম্যাচেও তাকে বেঞ্চে রাখেন স্লট। সাইডলাইনে বসেই তিনি দেখেছেন দলের ফেরাটা।

ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় লিভারপুল। ২১ মিনিটে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন ইসাক। ৩৯ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও দুর্বল শট নেন ফ্লোহিয়ান ভিয়েৎস—দুইবারই বাধা হয়ে দাঁড়ান ওয়েস্টহ্যামের গোলরক্ষক আলফুঁস আরিওলা।

অবশেষে ৬০ মিনিটে গোলের খরা কাটান ইসাক। গাকপোর নিচু করে বাড়ানো বল প্রথম স্পর্শেই শটে জালে পাঠিয়ে উদযাপন করেন নিজের প্রথম লিগ গোল।

৮১ মিনিটে মাঝমাঠে সোবোসলাইকে ফাউল করে অকারণে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে প্রথমে হলুদ, এরপর আরও আপত্তিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লুকাস পাকেতাকে।

অতিরিক্ত সময়ে গাকপোর দুর্দান্ত গোলেই ২–০ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *